46
মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস কর্মসূচি পালনের মাঝপথে মধ্যবাড্ডার সড়কে বাধা পেয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এরপর তারা সড়ক ছেড়ে চলে গেছেন।
বুধবার বিকাল পৌনে ৫টার দিকে আন্দোলনকারী সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে এ সড়কে সকল যান চলাচল বন্ধ ছিল।
তার আগে বিকাল ৩ টা ২০ মিনিটের দিকে রামপুরা ব্রিজ থেকে দূতাবাসের দিকে যাত্রা শুরু করেন জুলাই ঐক্যের কর্মীরা। পথে হোসেন মার্কেটের বিপরীত সড়কে তাদের আটকে দেয় পুলিশ। ফলে তারা আর এগোতে পারেননি।
তবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা কোনো ঝামেলায় জড়াননি। তারা সড়কে বসে পড়েন এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে পুলিশি বেরিকেডের ওপর চড়ে বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতারা।